ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
কড়াইল বস্তিতে অসুস্থদের চিকিৎসা বিএনপির মেডিকেল টিম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হতে পারেনি। আগুনে ঘরহারা হাজারো মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, আর পোড়া বাড়ির ছাইয়ের ওপর রাত কাটাতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। মানবিক এই সংকট মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন।
আগুনে দেড় হাজারের বেশি ঘর পুড়ে যাওয়ার পর দুর্ঘটনার দিন থেকেই আহত ও অসুস্থদের চিকিৎসাসেবা দিতে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংগঠন। সেই উদ্যোগের অংশ হিসেবেবিএনপির পক্ষ থেকে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, যেখানে তিন দিন ধরে চলছে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ।বৃহস্পতিবার (২৭ নভেম্বর)সকাল থেকে শুরু হওয়া এই সেবা আজও চলছে, এবং চিকিৎসকেরা রুটিন করে প্রতিদিন তিন বেলা রোগী দেখছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মাজাররোড এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে গিয়ে দেখা যায়, সেখানে জ্বর, সর্দি-কাশি, পোড়া, শরীরের কাটা, ডায়রিয়া ও চাপজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক রোগীকে প্রয়োজন হলে হাসপাতালে পাঠানোও হচ্ছে। চিকিৎসাসেবা নিতে যারা আসছেন তাদের বেশির ভাগই শিশু, নারী ও বয়স্ক মানুষ।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান,গতকাল ক্যাম্পে ১২৭ জন মেডিক্যাল টিমের সদস্য কাজ করেছেন এবং আজ কাজ করছেন ৬৫ জন। টিমে রয়েছেন চিকিৎসক, টেকনোলজিস্ট ও ফিজিওথেরাপিস্টসহ অভিজ্ঞ সেবা প্রদানকারীরা। তিনি দাবি করেন,বৃহস্পতিবার সারাদিনে প্রায় ১২০০ এবং শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আগুনে ঘর হারানোর পর অনেকে এখনো পোড়া ঘরের ওপর রাত কাটাচ্ছেন। এর ফলেঠান্ডা, জ্বর ও শ্বাসযন্ত্রজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। চিকিৎসা নিতে আসা অনেকেই প্রেসার চেক করে ওষুধ সংগ্রহ করছেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত তিন দিনে অসুস্থ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।
চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হওয়া অনেক বাসিন্দা জানিয়েছেন, বিপদের সময় এই সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি খাদ্য, বাসস্থান ও চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনই এখন সবচেয়ে জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস