ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ব্যবসায়িক ব্যয় কমানোর আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা
ডুয়া নিউজ: ব্যবসায়িক ব্যয় কমানোর আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন উল্লেখ করেছেন, ব্যবসায়ের ব্যয় হ্রাস করা না গেলে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন সম্ভব নয়। ফলে বেকারত্বের সমস্যা আরও বৃদ্ধি পাবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি। পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, “আমাদের চিন্তাভাবনা আরও বিস্তৃত করতে হবে। আমরা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বলি কিন্তু আন্তর্জাতিক অংশগ্রহণের সংখ্যা খুবই কম। যারা আসেন তারা সাধারণত কেবল মনোহারী পণ্য নিয়ে আসেন।”
শেখ বশির উদ্দিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান যাতে তারা তাদের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করে, বৈচিত্র্য কল্পনা করে এবং ব্যবসার খরচ কমায়। তিনি উল্লেখ করেন, “বাণিজ্যমেলার গঠন ও সক্ষমতার মধ্যে সমন্বয় নেই। যা বেশ ব্যয় বহুল এবং সময় সাপেক্ষ। আমাদের চিন্তার দায়িত্বশীলতা আরও বৃদ্ধি করতে হবে। আগামী ৩০তম আসরে মেলাকে আরও স্বচ্ছ এবং দৃষ্টিনন্দন করার লক্ষ্যে উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “এই মেলার আয়োজন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক ভারসাম্য এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে করা হয়।”
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
এবারের মেলায় ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান রয়েছে। গত বছর এই মেলায় ৩০৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। যার মধ্যে ৫টি দেশের ৯টি বিদেশি প্রতিষ্ঠান ছিল।
মেলায় প্রদর্শিত হয়েছে বস্ত্র, ফার্নিচার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, মেশিনারিজ, কসমেটিক্স, গৃহসজ্জা, খেলনা, স্টেশনারিজ, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, এবং হস্তশিল্পসহ নানাবিধ পণ্য।
বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির ৫১টি সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করে স্বীকৃতি জানানো হয়।
গত ১ জানুয়ারি পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৯৯৫ সাল থেকে আয়োজিত এই মেলা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ