ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ট্রাম্পের নির্দেশে G20 থেকে বাদ পড়লো দ. আফ্রিকা

২০২৫ নভেম্বর ২৭ ২১:১১:১৬


ট্রাম্পের নির্দেশে G20 থেকে বাদ পড়লো দ. আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে দ্বিপদ স্পর্শ হয়েছে -২০২৬ সালের G20 শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ তালিকা থেকে সাউথ আফ্রিকা-কে সরিয়ে দিয়েছেন ডোনাল্ট ট্রাম্প। চলতি বছরের সম্মেলন হোস্টিং করেছিল দক্ষিণ আফ্রিকা; কিন্তু হাউস হোয়াইট জানিয়েছে, ২০২৬ সালের সম্মেলন, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, সেখানে দক্ষিণ আফ্রিকা অংশ নেবে না।

ট্রাম্প বুধবার সামাজিক মাধ্যম “ট্রুথ সোশ্যালে” লেখেন, দক্ষিণ আফ্রিকা তাদের প্রেসিডেন্সি আমন্ত্রণ হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেনি; আমেরিকান দূতাবাস প্রতিনিধির হাতে গ্যাভেল হস্তান্তর করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাই ২০২৬ সালের মিয়ামিতে অনুষ্ঠিত G20-তে তাকে আমন্ত্রণ দেওয়া হবে না।

ট্রাম্প আরও অভিযোগ করেছেন, দেশের শ্বেতাঙ্গ কৃষক ও আফ্রিকানার সম্প্রদায়কে ‘নির্যাতন ও জমি হরণের’ শিকার করা হচ্ছে। এই কারণেই আমেরিকা সব সহায়তা ও ভর্তুকি বন্ধ করতে যাচ্ছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট Cyril Ramaphosa তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেন। তার মতে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ‘পুনরুদ্ধারের চেষ্টা থাকলেও ভুল তথ্য ও বানোয়াট অভিযোগের ওপর ভিত্তি করে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা’, যা তিনি ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

একটি দেশের বহুল-সদস্যতাপূর্ণ অর্থনৈতিক মঞ্চ থেকে কারো বন্ধকরণ, বিশেষ করে দীর্ঘ সময় ধরে কাজ করে আসা দেশকে বয়কট এর ফলে বহুক্ষেত্রে বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা, নীতি নির্ধারণ ও জলবায়ু সংকট মোকাবিলার মত প্রক্রিয়া জটিল হতে পারে। সমালোচকরা বলছেন, এমন একতরফা সিদ্ধান্ত G20-এর বহুপক্ষীয়তার মর্মেই আঘাত হয়ে দাঁড়াতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত