ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনই একমাত্র পথ: আমান

২০২৫ নভেম্বর ২৭ ১৪:৪৫:৪০

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনই একমাত্র পথ: আমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, “গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের পথে নানা বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেউ তা থামাতে পারবে না, নির্বাচন অবশ্যই হবে।”

তিনি বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে না দেওয়ার মাধ্যমে “স্লো পয়জনিং” কৌশল অবলম্বন করে তাকে ধীরে ধীরে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

সভায় শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে আর কখনও স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসন জন্মাবে না। ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, আমরা তা প্রতিহত করব।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত