ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বাকৃবির ১২ শিক্ষার্থী পেলো জাপানি শিক্ষাবৃত্তি

২০২৬ জানুয়ারি ১২ ১৪:০৪:২৬

বাকৃবির ১২ শিক্ষার্থী পেলো জাপানি শিক্ষাবৃত্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানভিত্তিক নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (NEF)–এর শিক্ষাবৃত্তি অর্জন করেছে। শিক্ষার্থীরা জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সময়কালের জন্য এই বৃত্তি পাচ্ছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভেটেরিনারি অনুষদের মোছা. জান্নাতি আকতার বন্যা ও মো. আল আমিন; কৃষি অনুষদের মোছা. মারিয়া খান আঁচল, জুবায়ের আমিন, শাহানা ইসলাম হৃদি, নিহারিকা মোহান্ত ও মোছা. আয়েশা খাতুন; পশুপালন অনুষদের মো. ইশতিয়াক উদ্দীন খান, ফাওজিয়া ফারিহা ও মো. শরীফ হোসেন; মাৎস্যবিজ্ঞান অনুষদের উম্মে হানি মৌলি ও সাদিয়া আফরোজ ইমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদসহ অন্যান্য কর্মকর্তারা।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা স্বীকৃতিস্বরূপ এই বৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের শিক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং উচ্চশিক্ষার পথে নতুন উদ্যম যোগ করবে।” তিনি আরও যোগ করেন, “বৃত্তিপ্রাপ্তরা নিজেদের অর্জন ধরে রেখে ভবিষ্যতেও আরও ভালো করার চেষ্টা করবে।”

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত