ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া: রিজভী

২০২৫ নভেম্বর ২৬ ২০:৪৬:১৩

সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হলেন তাদের অনুপ্রেরণা। কঠিন সময়, রোগ-শোক ও সংকটের মধ্যে তিনি কখনো এই দল, দেশ ও মৃত্তিকাকে ছেড়ে যাননি। তাঁর নেতৃত্বে তারা গর্বিত এবং এমন নেতা পাওয়া তাদের জন্য এক বড়ো অহংকার।

বুধবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়া গহীন অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন, সংকটের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সংযমীভাবে চলার পাঠ দিয়েছেন।

রিজভী আরও অভিযোগ করেন, সরকার কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করেছে। প্রমাণ ছাড়াই নানা উপায়ে তাকে অসুস্থ করা হয়েছে। স্বামী, বাড়ি, সন্তানসহ সবকিছু হারানো সত্ত্বেও তিনি দেশ এবং জনগণকে ছেড়ে যাননি।

তিনি তুলনা করেন, যাদের চরিত্র দুর্বল তারা পালিয়ে যায়, কিন্তু খালেদা জিয়া কখনো তা করেননি। রিজভী বলেন, খালেদা জিয়ার ব্যাংকে কোনো সোনা পাওয়া যায়নি, কিন্তু বর্তমান সরকার এবং শেখ হাসিনার পরিবার বড় ধরনের সম্পদ অর্জন করেছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, হরিলুটের পর বাংলাদেশকে দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন দেশকে অন্য কারো আজ্ঞাবাহী বানাতে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন— তার ফলে শেখ হাসিনা কিছুই করতে পারেননি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে— এটা যাতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় এবং সরকারও যেটা অঙ্গীকার করেছে। সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা নিশ্চিত হোক। সাড়ে দশ বছর শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল— সেখান থেকে উত্তরণ ঘটাবে এই অন্তর্বর্তী সরকার।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত