ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ইউক্রেন-রাশিয়া: ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এগোচ্ছে কূটনীতি

২০২৫ নভেম্বর ২৬ ০৯:১৪:১৭


ইউক্রেন-রাশিয়া: ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এগোচ্ছে কূটনীতি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে নতুন আশার ইশারা দেখা যাচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধফ্রন্টে। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি-রূপরেখা নিয়ে কিয়েভের ইতিবাচক সাড়া পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে এসেছে। ইউক্রেন জানিয়েছে, তারা ওয়াশিংটনের যুদ্ধাবসান পরিকল্পনাকে সমর্থন করছে।

মঙ্গলবার জেনেভায় প্রাথমিক শান্তি খসড়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় প্রতিনিধিদের আলোচনার পর কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়।

যুক্তরাষ্ট্রের প্রথম প্রস্তাবটি ইউক্রেন শুরুতে “রাশিয়ার জন্য ইতিবাচক তালিকা” বলে উল্লেখ করেছিল, কারণ এতে কিয়েভকে মস্কোর কাছে কিছু অঞ্চল ছেড়ে দেওয়া, সামরিক শক্তি কমানো এবং ন্যাটোতে যোগদানের লক্ষ্য থেকে সরে আসার আহ্বান ছিল। পরে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের আপত্তিতে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়, যা ইউক্রেন স্বাগত জানায়।

একজন ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানান কিয়েভ পরিকল্পনার মূল কাঠামোকে সমর্থন করে। এ ধারাবাহিকতায় আলোচনায় নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়গুলো এখন “খুবই দৃঢ়” মনে হচ্ছে।

হোয়াইট হাউজে বক্তব্যের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন ইউক্রেন যুদ্ধের সমাধান জটিল; তবে তার দাবি, “আমরা একটি চুক্তির খুব কাছে চলে এসেছি।” ট্রাম্প আরও জানান, অবশিষ্ট বিভেদ কমাতে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠাচ্ছেন পুতিনের সঙ্গে আলোচনার জন্য। তিনি আশা প্রকাশ করেন শিগগিরই পুতিন ও জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক হবে, যা শান্তি প্রচেষ্টাকে এক নতুন মাত্রায় নিতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত