ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ভারত-নেপাল সীমান্তে সন্দেহজনক চীনা নাগরিক গ্রেপ্তার

২০২৫ নভেম্বর ২৫ ১৬:২৪:৫০

ভারত-নেপাল সীমান্তে সন্দেহজনক চীনা নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : বেআইনিভাবে ভারতে প্রবেশ এবং সীমান্ত সংবেদনশীল এলাকার ভিডিও ধারণের অভিযোগে এক চীনা নাগরিককে আটক করা হয়েছে। উত্তর প্রদেশের বাহরাইচ জেলার রূপাইডিহা চেকপোস্ট থেকে ৪৯ বছর বয়সী লিউ কুনজিংকে সশস্ত্র সীমা বল (এসএসবি) গ্রেপ্তার করে। তিনি চীনের হুনান প্রদেশের বাসিন্দা। তাঁর কাছ থেকে পাকিস্তানি, চীনা এবং নেপালি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এসএসবির ৪২তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট গঙ্গা সিং উদাবত জানিয়েছেন, কুনজিং নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং একটি সংবেদনশীল সীমান্ত এলাকার ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। তার কাছে কোনো বৈধ প্রবেশপত্র ছিল না। এছাড়া তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়, যার একটিতে ভারতীয় ভূখণ্ডের বিভিন্ন সংবেদনশীল জায়গার ভিডিও পাওয়া গেছে।

কুনজিংয়ের কাছ থেকে একটি ইংরেজি মানচিত্রও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছিলেন, হিন্দি বা ইংরেজি কোনো ভাষা জানেন না। পরে দোভাষীর মাধ্যমে এসএসবি, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তে জানা গেছে, তিনি এর আগে বৈধ ভিসা নিয়ে পাকিস্তান ভ্রমণ করেছেন।

এসএসবি কমান্ড্যান্ট উদাবত বলেন, বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং সংবেদনশীল এলাকার ভিডিও ধারণ, সঙ্গে ইংরেজি মানচিত্র থাকার পরও জিজ্ঞাসাবাদে ‘ইংরেজি না জানার ভান’ করার কারণে তাকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, কুনজিং ১৫ নভেম্বর নেপালে পর্যটন ভিসায় প্রবেশ করেন। এরপর ২২ নভেম্বর নেপালগঞ্জ শহরে পৌঁছে ২৪ নভেম্বর রূপাইডিহা সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে রূপাইডিহা থানায় ফরেনার্স অ্যাক্টের ধারায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো এ ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তর্জাতিক এর অন্যান্য সংবাদ