ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
কেন্দ্রীয় ব্যাংক বায়িং হাউজের অনিয়ম ধরতে বস্ত্র দপ্তরকে অনুরোধ জানাবে
.jpg)
ডুয়া নিউজ : নিয়ন্ত্রক সংস্থা হয়েও বায়িং হাউজগুলোর অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না বাংলাদেশ ব্যাংক। তাই বায়িং হাউজগুলোর অনিয়ম ধরতে বস্ত্র দপ্তরকে অনুরোধ জানাবে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা বলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাতেম।
মোহাম্মদ হাতেম বলেন, কোনো অনিয়ম করলে বাংলাদেশ ব্যাংক বায়িং হাউজগুলো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে না। এজন্য তাদের উপর নজরদারি বাড়াতে বস্ত্র দপ্তরকে পরামর্শ দেবে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি আরো বলেন, অনুমোদন ছাড়া শিপিং প্রতিষ্ঠানগুলো যাতে কোনো পণ্য পরিবহন করতে না পারে সে বিষয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।
এলসি খোলা নিয়ে কোনো সমস্যা না থাকলেও অনেক ক্ষেত্রে রেগুলার এলসিতেও বায়ররা পেমেন্ট দিতে চায় না উল্লেখ করে মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানিকারকরা নিয়ম মেনে এলসি খোলার পর এটির কার্যক্রম পরিচালনার দায়িত্ব পড়ে ব্যাংক টু ব্যাংক। এক্ষেত্রে বাংলাদেশি ব্যাংকগুলো তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে না। এতে করে রপ্তানিকারকরা সমস্যায় পড়ে।
তিনি আরো বলেন, এলসি খোলার পর অনেক সময় ব্যাংকগুলোকে ব্যাক টু ব্যাক করতে ১৫ থেকে ২০ দিন সময় নিয়ে নেয়। এতে শিপমেন্ট সিডিউল ঠিক রাখতে সমস্যায় পড়তে হয় রপ্তানি কারকের। যার জন্য ডিসকাউন্ট বা এয়ার শিপমেন্ট এ যেতে হয়। এতে লোকশান হয় ব্যবসায়ীদের। এছাড়া কোনো কোনো সময় রপ্তানি আয় আসতে দেরি হলে ব্যাংকগুলো চাপ প্রয়োগ করে। অথচ তারা নিজেরাই তাদের দায়িত্ব ঠিকমত পালন করে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর