ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ

২০২৫ নভেম্বর ২৫ ১১:১২:২৮

প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে পাঠানো এই নোটিশে নির্বাচন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ নোটিশ পাঠান। মানবাধিকার সংগঠন ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’–এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী নাঈম সরদার ও শাহ্ সারোয়ার সালফ শাওনের সমর্থনে নোটিশটি ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়। এটি প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে প্রায় ৩০ লাখ প্রতিবন্ধী ভোটারের কার্যকর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০১৮ সালের নির্বাচনে মাত্র ১০ শতাংশ প্রতিবন্ধী ভোটার ভোট দেন; অর্থাৎ প্রায় ৯০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় ও স্থানীয় সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নোটিশে কয়েকটি প্রস্তাব উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মনোনয়নপত্রের জামানত থেকে প্রতিবন্ধী প্রার্থীদের অব্যাহতি দেওয়া, তাদের জন্য সংরক্ষিত আসন প্রবর্তন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ভোটিং ব্যবস্থা চালু করা।

সংবিধানের অনুচ্ছেদ ১১৮ ও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭৩–এ এসব বিষয়ে বিধান থাকা সত্ত্বেও সরকারি উদ্যোগের ঘাটতি উল্লেখ করে বলা হয়, বারবার সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্যই জনস্বার্থে নোটিশ পাঠানো হয়েছে।

শেষ অনুচ্ছেদে নোটিশ প্রেরকরা জানান, পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ হাইকোর্টে রিট দায়েরসহ আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত