ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করল তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ নভেম্বর ২৩ ১৯:২৯:২২

৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করল তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) আজ রোববার (২৩ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে তাদের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং কোম্পানির চেয়ারম্যান আব্দুন নাসের খান এই সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্য আইনি ও বিধিবদ্ধ এজেন্ডাগুলোর পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। এই ঘোষণার ফলে বিনিয়োগকারীরা সরাসরি উপকৃত হবেন।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জানে আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, কর্নেল এ কে এম আব্দুর রহমান ফেরদৌস, পিএসসি, স্বতন্ত্র পরিচালক মো. মনিরুজ্জামান, এফসিএ, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এবং বিএসসিপিএলসি-এর স্বতন্ত্র পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল।

এছাড়াও, বিএসসিপিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

ডিভিডেন্ড ঘোষণা কোম্পানির আর্থিক স্বাস্থ্য ও লাভজনকতা প্রমাণ করে। বিএসসিপিএলসি ইতিমধ্যেই সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ ধরনের উচ্চ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর পাশাপাশি পুঁজিবাজারে কোম্পানির প্রভাবও দৃঢ় করছে।

ব্রোকার এবং বাজার বিশ্লেষকরা মনে করছেন, ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা কোম্পানির শেয়ারধারীদের জন্য উল্লেখযোগ্য প্রফিট লিকুইডিটি সরবরাহ করবে এবং বাজারে বিএসসিপিএলসি শেয়ারগুলোর ক্রয়-বিক্রয়ের গতিশীলতা বাড়াবে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত