ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড়ের শঙ্কা

২০২৫ নভেম্বর ২২ ১৮:০৬:১৭

ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: একদিন আগের ভয়ঙ্কর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার দেশে নতুন ঝুঁকি। আগামী মাসের প্রথম সপ্তাহে সম্ভাব্য ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ইতিমধ্যেই এই তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, চলতি মাসের ২৫ বা ২৬ তারিখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে) একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এটি পরবর্তীতে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং সবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী অঞ্চলে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে আঘাত হানতে পারে। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশের ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি সমুদ্র উত্তাল হওয়ায় ২৮ নভেম্বরের পর থেকে সমুদ্রগামী জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফিরে আসা এবং ২৯ নভেম্বরের পরে নতুনভাবে সমুদ্রে মাছ ধরতে না যাওয়াই উত্তম বলে উল্লেখ করেছেন।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর শনিবার সকালে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে, তবে তার প্রভাব বাংলাদেশে পড়বে না। আজ দেশের আকাশ আংশিকভাবে মেঘলা হলেও মোটামুটি শুষ্ক থাকতে পারে। রোববার ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত