ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পের পর দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

২০২৫ নভেম্বর ২১ ২০:৫০:২২

ভূমিকম্পের পর দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: সকালে দেশজুড়ে আঘাত হানা ভূমিকম্পের কারণে সাময়িকভাবে ব্যাহত হয়েছিল বিদ্যুৎ সরবরাহ। নরসিংদীর ঘোড়াশালের সাবস্টেশনসহ মোট ৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে দ্রুত মেরামতের পর ৬টি কেন্দ্র ও সাবস্টেশন ইতিমধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

পিডিবি জানিয়েছে, বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট) এর স্টিম টারবাইনটি জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং খুব দ্রুতই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। অবশিষ্ট বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোও বর্তমানে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।

ভূমিকম্পের পরপরই বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা-৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, এবং সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট) এর উৎপাদন বন্ধ হয়ে যায়।

এছাড়াও, নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগার ঘটনায় ঘোড়াশাল সাবস্টেশনসহ ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইনগুলো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। দ্রুত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত