ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে নতুন রোগী ৪৩৬ জন, ২৪ ঘণ্টায় মৃ'ত্যু নেই

২০২৫ নভেম্বর ২১ ১৯:১৪:৫০

ডেঙ্গুতে নতুন রোগী ৪৩৬ জন, ২৪ ঘণ্টায় মৃ'ত্যু নেই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে আক্রান্ত হয়ে আরো ৪৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৮৩ ও নারী ১৫৩ জন।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩, ঢাকা উত্তর সিটিতে ৫৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। এসময়ে সবমিলিয়ে ৮৮ হাজার ৮৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত