ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার বিএনপি মহাসচিবের

২০২৫ নভেম্বর ২১ ১৮:০১:১৯

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার বিএনপি মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি।

শুক্রবার প্রকাশিত এক শোকবার্তায় তিনি এ কথা জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে দেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু, দুই শতাধিক মানুষের আহত হওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি আমাকে ও দেশবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। এ দুর্যোগে মানবজীবন ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে।’

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তরা যেন ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মির্জা ফখরুল আরও বলেন, এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে বিএনপি সর্বাত্মকভাবে থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত