ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পের ধাক্কায় সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ

২০২৫ নভেম্বর ২১ ১৪:২৯:৩১

ভূমিকম্পের ধাক্কায় সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি গ্রিড সাবস্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় গ্রিডে বড় ধরনের প্রভাব পড়েনি। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, ভূমিকম্পের পর বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সাতটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি গ্রিড সাবস্টেশন বন্ধের তথ্য পাওয়া গেছে। বাকি কেন্দ্র এবং গ্রিডের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিপিডিবি সূত্রে জানা গেছে, সামিটের বিবিয়ানায় ৩৪১ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়েছে। এছাড়া বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট), আশুগঞ্জের ২২৫ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের তিনটি ইউনিটও বন্ধ রয়েছে।

চট্টগ্রামে বেসরকারি এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়েছে। সিরাজগঞ্জে ২২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রে ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়েছে। ঘোড়াশালের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইনও বন্ধ রয়েছে।

বিপিডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র পুনরায় চালু করতে কিছু সময় লাগবে। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই।

এর আগে বিপিডিবি জানিয়েছিল, ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। সংস্থার পরিচালক (জনসংযোগ) শামীম হাসান জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পের মাত্রা ৫.৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে রাজধানীতে তিনজনের মৃত্যু এবং বিভিন্ন স্থানে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত