ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
৮ জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আরও ৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে তিনজন ইসরায়েলি এবং বাকি পাঁচজন থাইল্যান্ডের নাগরিক। তালিকায় থাকা এক নারী সেনাকে ইতিমধ্যেেই মুক্তি দিয়েছে হামাস।
গতকাল বুধবার কাতার এবং মিসরের মধ্যস্থতায় হামাস জিম্মিদের নামের তালিকা প্রকাশ করে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দপ্তরও এই তালিকা পাওয়ার তথ্য নিশ্চিত করে এবং জানিয়েছে যে, জিম্মিদের পরিবারকে অবহিত করা হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচজন থাই নাগরিকের মুক্তি নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনো আটজন থাই নাগরিক এবং একজন করে নেপালি ও তানজানিয়ান রয়েছেন। তবে আটজন থাই নাগরিকের মধ্যে দুজন এবং তানজানিয়ার ওই নাগরিকও নিহত হয়েছেন।
তিনজন ইসরায়েলির মধ্যে আরবেল ইয়েহুদের মুক্তি গত শনিবার হওয়ার কথা ছিল, কিন্তু তিনি ইসলামিক জিহাদের হাতে বন্দি হওয়ায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আর তাকে মুক্তি না দেওয়ায় সাধারণ গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দিচ্ছিল না ইসরায়েল। পরবর্তীতে হামাস এই নারীকে মুক্তির আশ্বাস দেয়। এরপর দখলদার ইসরায়েল গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দেয়।
গাজার খান ইউনূসে লাখ লাখ ফিলিস্তিনিদের মাঝেই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এ সময় সেখানে হট্টগোল দেখা দেয়। এ বিষয়ে এক এক্স পোস্টে নেতানিয়াহু জানিয়েছেন, এই দৃশ্য আমি দেখেছি। এর মাধ্যমে তাদের নৃশংসতা আরও একবার প্রমাণিত হয়। পরবর্তীতে জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান নেতানিয়াহু। যদিও তিনি যে নৃশংসতার দাবি করেছেন, তেমন কিছু দেখা যায়নি ভিডিওতে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় এবং ২৫০ জনেরও বেশি মানুষকে গাজায় নিয়ে যায়। পরবর্তীতে, ২০২৩ সালের নভেম্বরের শেষ সপ্তাহে, সাতদিনের যুদ্ধবিরতির মধ্যে হামাস ১০৫ জন জিম্মিকে মুক্তি দেয়, যার মধ্যে থাইল্যান্ডের নাগরিকরাও ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল