ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস

২০২৫ নভেম্বর ২১ ০০:৪৫:১০

যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার দেশজুড়ে দিবসটি পালিত হবে। ১৯৭১ সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে, যা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

শুক্রবার দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর তিন বাহিনীর প্রধানগণ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

আইএসপিআর জানায়, দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিকেল ৪টায় সেনাকুঞ্জে অনুষ্ঠিত হবে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরের নির্দিষ্ট ঘাটে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত