ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বড় উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানির শেয়ার 

২০২৫ নভেম্বর ১৯ ১৬:৪৪:৩০

বড় উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানির শেয়ার 

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর গত ১৬ নভেম্বর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ারবাজার। সেই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ নভেম্বর) লেনদেন শেষ হয়েছে উত্থানের মধ্য দিয়ে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০১ পয়েন্টে। আর সূচকের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো- ইসলামি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), প্রিমিয়ার ব্যাংক, লাভেলো এবং অরিয়ন ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি ১৯ পয়েন্টের বেশি যোগ করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামি ব্যাংক। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ৭.৬৫১৬ পয়েন্টের বিশাল অবদান রেখেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৩.৬৮ শতাংশ বেড়ে ৩৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ৩৫ টাকা ৩০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ১.৯৯১৯ পয়েন্ট যোগ করেছে ন্যাশনাল ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ বেড়ে ৩ টাকায় দাঁড়িয়েছে। গতকালের ক্লোজিং প্রাইস ২ টাকা ৮০ পয়সা থেকে এই বৃদ্ধি ব্যাংকটিকে সূচক টেনে তোলার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে নিয়ে এসেছে।

তৃতীয় সর্বোচ্চ ১.৭৯০৩ পয়েন্ট যোগ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ৩.০৭ শতাংশ বেড়ে ১৬ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল ব্যাংকটির ক্লোজিং প্রাইস ছিল ১৬ টাকা ৩০ পয়সা।

সূচক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল ঢাকা ব্যাংক (১.৫৯৬৩ পয়েন্ট), প্রাইম ব্যাংক (১.৩৬১২ পয়েন্ট), লাভেলো (১.২০৩৩ পয়েন্ট), মার্কেন্টাইল ব্যাংক (১.০৭৬১ পয়েন্ট), এমটিবি (১.০৫৭৩ পয়েন্ট), অরিয়ন ফার্মাসিউটিক্যালস (১.০৪৯৩ পয়েন্ট) এবং প্রিমিয়ার ব্যাংক (১.০৩১০ পয়েন্ট)। এই কোম্পানিগুলোর সম্মিলিত প্রচেষ্টা আজকের বাজারের ইতিবাচক গতি নিশ্চিত করেছে, যার সিংহভাগ অবদান এসেছে ব্যাংকিং খাত থেকে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত