ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে এক মাস

২০২৫ নভেম্বর ১৯ ০৮:৫২:৫৩

কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে এক মাস

নিজস্ব প্রতিবেদক: প্রত্যাশিত হারের চেয়ে কম করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করতে চলেছে। এনবিআর-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) পর্যন্ত মাত্র ১৬ লাখ করদাতা অর্থবছর ২০২৫-২৬ এর জন্য রিটার্ন জমা দিয়েছেন। এটি দেশের মোট ১.২৪ কোটি করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারীর মাত্র ১৩ শতাংশ।

এনবিআর-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, "আমরা আইনজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাদার সংস্থা সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে বিদ্যমান ৩০ নভেম্বরের সময়সীমা বাড়ানোর জন্য ইতিমধ্যে অনুরোধ পেয়েছি।" তিনি আরও বলেন, "আমরা কমপক্ষে এক মাসের সময়সীমা বাড়ানোর কথা বিবেচনা করছি। খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক আদেশ আশা করা যাচ্ছে।"

ধীরগতির দাখিল হারের বিষয়ে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা বলেন, করদাতারা নতুন অনলাইন সিস্টেমে অভ্যস্ত হচ্ছেন। তিনি ব্যাখ্যা করেন, "এই বছর, মানুষ বাধ্যতামূলক ই-রিটার্ন দাখিলে অভ্যস্ত হতে সময় নিচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন যে দাখিলের সংখ্যা শেষ পর্যন্ত বাড়বে, কারণ প্রতি বছরই শেষের দিকে ভিড় বাড়ে।

তার মতে, "সাধারণত শেষ দিনগুলোতে জমা দেওয়ার সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রতি বছরই আমরা শেষ মুহূর্তের ভিড় লক্ষ্য করি। তাই, বর্ধিত সময়ে মোট দাখিল গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে।"

উল্লেখ্য, এই বছর রাজস্ব বোর্ড প্রায় সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। গত বছর, সরকারি কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম অপারেটর এবং বৃহৎ বেসরকারি সংস্থাগুলোর কর্মীদের জন্য অনলাইন দাখিল বাধ্যতামূলক ছিল।

এর আগে, রাজস্ব বোর্ড ব্যক্তিগত করদাতাদের জন্য কাগজের রিটার্নের আবেদন করার সময়সীমা ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করেছিল। গত বছর মোট ৪৫ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছিলেন, যা এ বছর এখন পর্যন্ত দাখিল করা সংখ্যার তিন গুণেরও বেশি।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত