ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায়: ঢাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

২০২৫ নভেম্বর ১৭ ১১:৫৫:২০

শেখ হাসিনার রায়: ঢাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে। তল্লাশি ও চেকপোস্টের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যে জানা যায়, সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর নাশকতার শঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রাখা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের চারদিক কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে এবং গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ, কারওয়ানবাজার রেলক্রসিং, মিরপুর, শাহবাগ, মগবাজার, গাবতলীসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন।

যদিও ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে, তবে অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে। সড়কে গণপরিবহন ও মেট্রো রেল চলছে, তবে যানবাহনের ভিড়ও লক্ষণীয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালত প্রাঙ্গণ, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি নিষিদ্ধ রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে, পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে। তিনি রায় ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে জনগণকে আশ্বস্ত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ