ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

রোহিঙ্গা ভোটার কর্তন, এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ডুয়া নিউজ

২০২৫ নভেম্বর ১৬ ২০:৩৬:৫৫

রোহিঙ্গা ভোটার কর্তন, এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা থেকে রোহিঙ্গা ভোটার কর্তন, ১১-২০তম গ্রেডের কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে গতিশীলতা আনার মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে

শনিবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোহিঙ্গা ভোটার কর্তন: বিদ্যমান ভোটার তালিকায় কোনো রোহিঙ্গা ভোটার থাকার বিষয়ে অবগত হলে রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে তদন্ত সাপেক্ষে তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তনের সুপারিশসহ প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এনআইডি সংশোধন: জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত বিদ্যমান এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) এর তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। এছাড়া বিদ্যমান এসওপি সংশোধন এবং সরকারি ফি পুনর্নির্ধারণের পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন সংক্রান্ত সরকারি খরচের তালিকা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন ও ব্যাপক প্রচারের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া: নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের ১১-২০তম গ্রেডের কর্মচারী নিয়োগ কার্যক্রমের মৌখিক পরীক্ষা আগামী ২৯ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশ এবং দ্বিতীয় সপ্তাহে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জমি অধিগ্রহণ ও কার্যালয় স্থাপন: আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (কক্সবাজার ও পটুয়াখালী) ওয়্যারহাউজ এবং কিছু জেলা ও উপজেলায় মাঠ পর্যায়ের নিজস্ব কার্যালয় স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজটি দ্রুত সম্পন্ন করতে জেলা নির্বাচন অফিসারদেরকে জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোটার তথ্য ফরম: ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ভোটার তথ্য ফরম (ফরম-২) মাঠ কার্যালয়ে স্ক্যান ও আপলোড সমাপ্ত করে ফরম-২ এর হার্ড কপি নিষ্পন্নের কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিষয়টি তদারকি করবেন। এছাড়া ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার কার্যালয়ের টেকনিক্যাল টিমের সাথে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল টিম সমন্বিতভাবে কার্যপন্থা নির্ধারণের সুপারিশ করবে।

ব্যবহার অনুপযোগী মোটরসাইকেল: ব্যবহার অনুপযোগী মোটরসাইকেলের তথ্য বিআরটিএ এর প্রত্যয়নসহ আগামী ৭ ডিসেম্বর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যয়ন পাওয়া গেলে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে আঞ্চলিক পর্যায়ে কমিটি গঠন করে অকেজো করার কার্যক্রম গ্রহণ করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত