ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে প্রতিদিন বাড়ছে মৃ-ত্যু-র তালিকা

২০২৫ নভেম্বর ১৬ ১৬:৪১:১৬

ডেঙ্গুতে প্রতিদিন বাড়ছে মৃ-ত্যু-র তালিকা

নিজস্ব প্রতিবেদক :এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নতুন করে হুঁশিয়ারি দিচ্ছে। প্রতিদিন বহু মানুষ নীরবে এই রোগে প্রাণ হারাচ্ছে, আর লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। সাধারণত শীতের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করে, কারণ এডিস মশার সংখ্যা কমে যায়। কিন্তু গত বছরের মতো এবারও পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, চলতি মাসে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেছেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে মূল ভূমিকা হলো এডিস মশা নির্মূল, কিন্তু আমরা এখনও তা সঠিকভাবে করতে পারিনি। ফলে মৃত্যুর হার কমানো সম্ভব হয়নি। ডেঙ্গুকে হালকা করে নেওয়ার সময় শেষ।”

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনও ৫ জনের সমান। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৩৬ জন। রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১,১৩৯ জন। বিভাগের ভিত্তিতে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৮১ জন, চট্টগ্রামে ১৪১ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা ১১৯ জন, ময়মনসিংহ ৯৬ জন, রাজশাহী ৪৬ জন, রংপুর ৯ জন এবং সিলেটে একজন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১,১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৪,৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮১,৪৪২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা বলছেন, এডিস মশার নিয়ন্ত্রণ না হলে ডেঙ্গুর প্রকোপ শীঘ্রই আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত