ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক সিদ্ধান্ত চূড়ান্ত করলেন ট্রাম্প

২০২৫ নভেম্বর ১৬ ১৩:২০:১৬

ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক সিদ্ধান্ত চূড়ান্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলাকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযান বা অন্যান্য নীতিগত পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে—সে বিষয়ে তিনি এখনই প্রকাশ্যে বলতে রাজি নন। সিএনএন ও আনাদোলুর খবরে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি এখন বিস্তারিত বলতে পারব না, তবে হ্যাঁ—বিষয়টি নিয়ে আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।”

মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে দাবি করে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার সঙ্গে কাজের মাধ্যমে মাদকদ্রব্য প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভালো ফল মিলছে। তবে প্রতিবেশী দেশ মেক্সিকো ও কলম্বিয়ার পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, “আমাদের মেক্সিকোতে সমস্যা আছে, কলম্বিয়াতেও সমস্যা আছে। তবে আমরা সামগ্রিকভাবে ভালো করছি। আমাদের দেশে মাদকের প্রবাহ এখন অনেকটাই কমে এসেছে।”

গত দুই মাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রমুখী বলে দাবি করা অন্তত ২১টি নৌযানে হামলা চালিয়েছে। যদিও সেগুলো মাদক পরিবহনে জড়িত ছিল—এমন প্রমাণ তারা দেখাতে পারেনি। এসব অভিযানে অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ভেনেজুয়েলা সেনা মোতায়েন ও স্থানীয় মিলিশিয়া সক্রিয়তার মাত্রা বাড়িয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র ‘নার্কো-টেররিস্টদের’ দমনে ‘অপারেশন সাদার্ন স্পিয়ার’ নামে নতুন সামরিক মিশন শুরু করেছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে অভিযানের নির্দেশ দিয়েছেন এবং প্রতিরক্ষা দপ্তর তা বাস্তবায়ন করছে।

সিএনএনের আরও বরাত দিয়ে জানা যায়, সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ—এমনকি স্থলভাগে হামলার বিষয়েও ব্রিফ করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছে, যা ‘অপারেশন সাদার্ন স্পিয়ার’-এর অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সব মিলিয়ে, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া এই চূড়ান্ত সিদ্ধান্ত নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত