ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ফ্রান্সে বিনামূল্যে স্নাতকোত্তর, আবাসনসহ থাকছে নানা সুবিধা

আসাদুজ্জামান
আসাদুজ্জামান

রিপোর্টার

২০২৫ নভেম্বর ১৫ ১৯:২৩:২৪

ফ্রান্সে বিনামূল্যে স্নাতকোত্তর, আবাসনসহ থাকছে নানা সুবিধা

বিশ্বের অন্যতম প্রাচীন ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ ফ্রান্স শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। উন্নতমানের শিক্ষা, আধুনিক গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি উন্মুক্ত নীতি কারণে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী এখানে স্নাতকোত্তরের জন্য পাড়ি দেয়।

এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফ্রান্সের সায়েন্সেস পো (প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ)–এ পড়াশোনার সুযোগ দেয়া এমিলি বাউটমি স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর করতে পারবেন। বাংলাদেশসহ নন-ইউরোপীয় শিক্ষার্থীরা ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ বা সায়েন্সেস পো-তে মোট ১৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থী। স্কলারশিপটির নামকরণ করা হয়েছে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমি-এর নামে। এমিলি বাউটমি নিজে আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং প্যারিসে বসবাস করেছেন।

সুযোগ-সুবিধা

*স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করবে;

*আবাসনব্যবস্থা ও খেলাধুলার সুযোগ পাবেন;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*সায়েন্স ফো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই;

আবেদনের যোগ্যতা

*নন-ইরোপীয়ান নাগরিক হতে হবে;

*ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না;

*শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে;

*স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*মাধ্যমিক/উচ্চ-মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*পাসপোর্টের কপি;

*অ্যাকাডেমিক রেফারেন্স (১টি);

*আয়ের প্রমাণপত্র (যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে);

আবেদন প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে ক্লিক করুন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত