ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২
মুখস্থ নয়, বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমেই গড়ে উঠবে শিশুরা: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: শিশুরা মুখস্থ নির্ভর শিক্ষায় নয়, বরং বাস্তবমুখী ও মাতৃভাষাভিত্তিক জ্ঞান অর্জনের মধ্য দিয়েই প্রকৃত শিক্ষায় গড়ে উঠবে এ মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, শিশুদের হাতে-কলমে শেখা, বোঝা এবং নিজের ভাষায় ভাব প্রকাশের দক্ষতা তৈরি করাই প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।
শনিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে থাকা প্রতিটি বিষয় মুখস্থ করাই শিক্ষার উদ্দেশ্য নয়। শিশুর মাতৃভাষায় বোঝার ক্ষমতা, মনের ভাব প্রকাশ, আর গণিতের সাধারণ যোগ-বিয়োগ-গুণ-ভাগ আয়ত্ত করার মধ্য দিয়েই শিক্ষার ভিত তৈরি হয়। যখন শিশু পড়তে আনন্দ পায়, তখন সে নিজের চেষ্টায় আরও এগিয়ে যেতে পারে।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, মুখস্থ বিদ্যার জোরে জিপিএ-৫ পাওয়া গেলেও ভর্তি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর ব্যর্থতা উদ্বেগজনক। তার মতে, “এটা কাগজের বৃত্তি এর কোনো মূল্য নেই।” ঠিকঠাক প্রাথমিক শিক্ষা পেলে শিশুরা মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ কর্মজীবনেও সফল হতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে সরকার শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ভবন নির্মাণ সবই করছে। তবে বিদ্যালয় পরিচালনা, সম্পদের দেখভাল, শিক্ষকের সঙ্গে সম্পর্ক রক্ষা এবং শিশুদের নিয়মিত স্কুলে উপস্থিতি দেখভাল এসব দায়িত্ব অভিভাবক ও স্থানীয় মানুষের। সবাই আন্তরিক হলে প্রাথমিক শিক্ষার মান দ্রুত উন্নত হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের ১৫০টি উপজেলার মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীর জন্য সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার নিশ্চিত করার অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীরা ফর্টিফায়েড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম ও ইউএইচটি দুধসহ স্বাস্থ্যকর খাবার পাবে, যা শিশুদের পুষ্টি ও শিক্ষায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন(LIVE)