ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২
অনলাইন স্বাধীনতায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী অনলাইনের স্বাধীনতা কমলেও বাংলাদেশে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এসেছে। মার্কিন সংস্থা ফ্রিডম হাউসের ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭২টি দেশের মধ্যে এই বছর ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশে। প্রতিবেদনে ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে।
ফ্রিডম হাউস জানায়, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের ফলে এক কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা হারায়। এরপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ডিজিটাল ক্ষেত্রে কিছু ইতিবাচক সংস্কার আনে। এর ফলে দেশের ইন্টারনেট স্বাধীনতা সূচক ৫ পয়েন্ট বেড়ে ১০০-এর মধ্যে ৪৫ পয়েন্টে পৌঁছায়। গত বছর এই স্কোর ছিল ৪০। এটি দেশের গত ৭ বছরের সেরা অবস্থান।
তবে এত উন্নতির পরও বাংলাদেশকে এখনও ‘আংশিক মুক্ত’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফ্রিডম হাউস ২০১৩ সাল থেকে বাংলাদেশকে এই শ্রেণিতে রেখেছে।
সংস্থা তিনটি মূল দিকের ভিত্তিতে দেশগুলোর স্কোর নির্ধারণ করে:
১. ইন্টারনেটে প্রবেশের বাধা,
২. অনলাইনে প্রকাশিত বিষয়বস্তুর ওপর নিয়ন্ত্রণ,
৩. ব্যবহারকারীর অধিকার লঙ্ঘন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ না করার নীতি গ্রহণ করেছে এবং অনলাইন প্রবেশাধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২৫ সালের মে মাসে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) বাতিল করে এর স্থলে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ (সিএসও) জারি করা হয়। এতে অনলাইনে হয়রানি ও যৌন নির্যাতন রোধের কিছু সুরক্ষা থাকলেও, অনলাইনে বক্তব্যের জন্য শাস্তি ও নজরদারি এখনও অব্যাহত আছে।
দক্ষিণ এশিয়ার তুলনায় পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। পাকিস্তান ২৭ পয়েন্ট পেয়ে ‘মুক্ত নয়’ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে ভারত ৫১ ও শ্রীলঙ্কা ৫৩ পয়েন্ট পেয়ে ‘আংশিক মুক্ত’ শ্রেণিতে রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)