ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

৩০টির বেশি নম্বর থেকে কল, প্রাণনা’শের হু’মকির অভিযোগ হাদির

২০২৫ নভেম্বর ১৪ ১৩:০৫:৫০

৩০টির বেশি নম্বর থেকে কল, প্রাণনা’শের হু’মকির অভিযোগ হাদির

নিজস্ব প্রতিবেদক :ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অভিযোগ করেছেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতা তাকে প্রাণনাশসহ পরিবারের ওপর নানান ধরনের ভয়াবহ হুমকি দিচ্ছে। শুক্রবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

হাদির দাবি, গত তিন ঘণ্টায় তার ব্যক্তিগত নম্বর ব্যবহার করে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও মেসেজ পাঠানো হয়েছে। এসব বার্তায় তাকে নজরদারিতে রাখা, তার বাড়িতে আগুন দেওয়া, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে হত্যার কথাও জানানো হয়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে শুধু আমার বাড়ি নয়, প্রয়োজনে আমাকেও পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু ইনসাফের এই লড়াই থেকে এক চুলও নড়ব না। ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে যেমন হাজারো আবরার জন্ম নিয়েছে, তেমনি তাকে হত্যা করা হলে আরও অসংখ্য ‘হাদি’ উঠে দাঁড়াবে।

ওসমান হাদি দাবি করেন, স্বাধীনতার ‘ক্রুদ্ধ স্বর’ কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। তিনি আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি কামনা করেন এবং ‘শহীদি মৃত্যু’ লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। নিজের পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর হেফাজতে সোপর্দ করে তিনি লিখেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত