ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

‘এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন পালন করছে আ'লীগ’

২০২৫ নভেম্বর ১৩ ১৫:৪০:২২

‘এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন পালন করছে আ'লীগ’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের লকডাউনে বাস্তব মানুষের কোনো উপস্থিতি নেই। তিনি বলেন, এআই প্রযুক্তির সাহায্যে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে দেখাচ্ছে। এছাড়া কিছু নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল যুবককে টাকার বিনিময়ে ভোররাতে প্রধান সড়কে গুপ্তভাবে ঝটিকা মিছিল করানো হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং সেই দৃশ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানটি কলেজের সদর উপজেলার চরশাহী ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ৪৭ সালের আওয়ামী লীগ ও তাদের নেত্রী শেখ হাসিনা কেন পালিয়ে যেতে হবে? উনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন। নিজের ভোটে নিজেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী— তাহলে পালিয়ে যেতে হবে কেন? তিনি অভিযোগ করেন, বিএনপিসহ অন্যান্য দলকে তারা রাজনীতি করতে দেননি, যার কারণে বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

তিনি বলেন, শেখ হাসিনা আগে বলেছিলেন, যারা বাসে আগুন দেবে তাদের আগুনে ফেলে দেওয়া হবে, এখন তিনি নিজে নেই। তিনি পালানোর আগে আত্মীয়-স্বজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তবে এ জেনারেশন পালায়নি এবং এরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। এ সময় তিনি আওয়ামী লীগের আমলে অনেক নেতাকর্মীর উপর হামলা, মামলা ও অনেক পরিবারের গুম ও হত্যা হওয়ার কথাও উল্লেখ করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ দুঃশাসন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত