ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ধানমন্ডিতে ককটেল বিস্ফো’রণ

২০২৫ নভেম্বর ১২ ২২:৪৬:৪৯

ধানমন্ডিতে ককটেল বিস্ফো’রণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় পরপর দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণ ঘটে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, আর কিছুক্ষণ পরই একই রাতে টিএসসি মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।

ধানমন্ডির ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিই। পরে এসে দেখি ধোঁয়ায় চারপাশ ঢেকে গেছে।

এর কিছু সময় পর রাত প্রায় ৯টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ককটেলগুলো সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে রাস্তায় নিক্ষেপ করা হয়।

নিক্ষেপকারীর পরিচয় এখনও জানা যায়নি এবং ঘটনাস্থল থেকে কাউকে আটকও করা সম্ভব হয়নি। বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।

ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে এলাকাজুড়ে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত