ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার বাসভবনে ৮ দলের অবস্থান কর্মসূচি

২০২৫ নভেম্বর ১২ ১৪:০৯:২৬

প্রধান উপদেষ্টার বাসভবনে ৮ দলের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :আগামী ১৬ নভেম্বরের মধ্যে তাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দল। বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে দলগুলো অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে পল্টনে সমাবেশ করেন। সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালের কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন।” তিনি আরও বলেন, দেশের মুক্তিকামী মানুষের দাবিটি একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক। গণভোট নিয়ে সব দল একমত থাকলেও তারিখ সংক্রান্ত ‘বায়নাবাজি’ অনাকাঙ্ক্ষিত।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসে গণভোট আয়োজনের পাশাপাশি নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি চালাচ্ছে এই আটটি রাজনৈতিক দল। এই দলগুলো হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।

এর আগে ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো একটি স্মারকলিপি প্রদান করেছিল।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত