ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

আকাশ পরিষ্কার হলেও শুষ্ক থাকবে রাজধানীর আবহাওয়া

২০২৫ নভেম্বর ১২ ১০:৪৮:১১

আকাশ পরিষ্কার হলেও শুষ্ক থাকবে রাজধানীর আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ পরিষ্কার থাকবে, আর তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকার আকাশ মূলত পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তরের দিকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা পূর্বের মত প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা তখন ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ঘটবে ভোর ৬টা ১২ মিনিটে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত