ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

কুয়াশায় ঢেকে গেছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

২০২৫ নভেম্বর ১২ ০৮:৪৬:৫৪

কুয়াশায় ঢেকে গেছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক: উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক, বাতাসে বইছে হিমেল পরশ, আর শিশির ভেজা সকাল জানিয়ে দিচ্ছে শীত আসন্ন।

বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগের দিন এই তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস একদিনেই পারদ কমেছে প্রায় দুই ডিগ্রি।

সকাল থেকে ঘন কুয়াশায় মোড়ানো থাকে গোটা জেলা। মাঠ-ঘাট, জনপদ ও শহরের রাস্তাঘাট সবকিছু সাদা চাদরের নিচে ঢাকা পড়ে যায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে দৃশ্যমানতা কয়েক হাতের বেশি থাকে না। এ কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হচ্ছে।

স্থানীয় অটোচালকরা জানান, সকালে কুয়াশার কারণে সামনে রাস্তা দেখা যায় না, ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অনেকেই জানান, ঠান্ডা বাতাসে হাত-পা অবশ হয়ে আসে, যাত্রীও কমে গেছে উল্লেখযোগ্যভাবে।

পঞ্চগড় আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে পুরো এলাকা। কোথাও কোথাও দিনের সময়ও কুয়াশা থাকতে পারে। কারণ, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছাতে পারছে না। এতে রাতে তাপমাত্রা দ্রুত কমে এবং সকালে ঘন কুয়াশা তৈরি হয়।

এই ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের মধ্যবর্তী সময়ে দেখা দেয়। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার কুয়াশার তীব্রতা এবং ঠান্ডা পড়ার সময় উভয়ই কিছুটা আগেভাগে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত