ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
দেশের যেসব জায়গায় জ্বালানি তেল বিক্রি বন্ধ ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সরকার ফারাবী: রাজধানীসহ সারাদেশে ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা রোধের অংশ হিসেবে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনার কারণে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, “রাস্তার পাশে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এই তেল দিয়েই অনেক সময় অঘটন ঘটে। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” এছাড়া, নাগরিকদের সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুষ্কৃতিকারীরা সুযোগ না পায়।
সরকারের সতর্কতা বেড়েছে নিষিদ্ধ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, সেতু, টেলিভিশন কেন্দ্র এবং কেপিআই (Key Point Installation) এলাকায় বিশেষ টহল ও পাহারা জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। জনগণ আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইন-শৃঙ্খলা বাহিনী সব ধরনের অঘটন মোকাবিলায় প্রস্তুত।” তিনি আরও জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে এই ধরনের অপরাধে অভিযুক্তরা দ্রুত জামিন না পায়।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা সদস্য, ৩৫ হাজার বিজিবি সদস্য এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, কারণ জনগণের সহযোগিতা ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
সংক্ষেপে মূল পয়েন্টসমূহ:
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ। সন্দেহভাজন দেখলেই পুলিশকে খবর দিতে আহ্বান। ১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেপিআই এলাকাগুলোয় বিশেষ টহল ও পাহারা জোরদার। সন্ত্রাসীদের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন