ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

পোস্টাল ব্যালট কবে চালু-কারা ভোট দিতে পারবেন জানাল ইসি

২০২৫ নভেম্বর ১১ ১৬:২৬:৫৮

পোস্টাল ব্যালট কবে চালু-কারা ভোট দিতে পারবেন জানাল ইসি

সরকার ফারাবী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের সুবিধার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৮ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করবে। এটি আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেমের অংশ হিসেবে ভোটদানের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পোস্টাল ব্যালটের পরিকল্পনা প্রণয়ন কমিটির বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করেছে ইসি। বৈঠকটি অনুষ্ঠিত হয় ৬ নভেম্বর, যেখানে প্রবাসী ভোটারদের পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির ভোটারদের ভোটাধিকারের প্রক্রিয়া নির্ধারণ করা হয়।

নতুন এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিরা মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া সরকারি কর্মকর্তা/কর্মচারী, পোলিং অফিসার এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পারবেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিদেশে অবস্থানরত সব দূতাবাস ও মিশন প্রধান, প্রবাসী সংগঠনগুলোর প্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ইসির আঞ্চলিক ও জেলা কর্মকর্তা। প্রধান নির্বাচন কমিশনার এই অ্যাপ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে অনুষ্ঠিত হবে, যাতে প্রবাসীরা সহজে অংশগ্রহণ করতে পারেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত