ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সংসদ নির্বাচনে আচরণবিধি গেজেট প্রকাশ, গুরুতর লঙ্ঘনে প্রার্থিতা বাতিল

২০২৫ নভেম্বর ১১ ১১:১৪:৫৯

সংসদ নির্বাচনে আচরণবিধি গেজেট প্রকাশ, গুরুতর লঙ্ঘনে প্রার্থিতা বাতিল

নির্বাচনী আচরণবিধি ভাঙলে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। এই বিধানসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে ইসি।

গেজেট সোমবার (১০ নভেম্বর) রাতে ইসি সচিব আখতার আহমেদ প্রকাশ করেছেন। এতে পোস্টারে প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার, ব্যানার ও বিলবোর্ডে সীমাবদ্ধতা, যানবাহন সহকারে মিছিল, শোডাউন বা মশাল মিছিলের ওপর নিষেধাজ্ঞা এবং আচরণবিধি লঙ্ঘনের শাস্তি নির্ধারণ করা হয়েছে। গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিল, অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা, এবং একই কারণে দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার বিধান আনা হয়েছে। প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা দলের সংশ্লিষ্টদের প্রচারের পূর্বে তাদের সোশ্যাল মিডিয়ার নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, প্রতিপক্ষ বা সংখ্যালঘুদের উদ্দেশ্যে উসকানিমূলক ভাষা, চরিত্রহন বা মানহানিকর কনটেন্ট তৈরি করা যাবে না।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিদেশে জনসভা, পথসভা বা সমাবেশ করা যাবে না। ভোটের প্রচারে পোস্টারের ব্যবহার সীমিত, একজন প্রার্থী সর্বাধিক ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট, প্রস্থ ৯ ফুট। নির্বাচনের সময় কোনো ধরনের ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার নিষিদ্ধ। ভোটার স্লিপ বিতরণে প্রার্থীর নাম, ছবি বা প্রতীক অন্তর্ভুক্ত করা যাবে না।

বিলবোর্ডে শুধু ডিজিটাল বিলবোর্ডে আলোর ব্যবহার অনুমোদিত। বিদ্যুতের ব্যবহার সীমিত, আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা আছে। ব্যানার, ফেস্টুন, লিফলেটে প্লাস্টিক (পিভিসি) ব্যবহার করা যাবে না। সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিতে পারবে না। প্রচারে শব্দের মাত্রা ৬০ ডেসিবেল সীমার মধ্যে রাখতে হবে।

গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির আছে। গণমাধ্যমে সংলাপ, সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা এবং রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনে একদিনে সব প্রার্থীর ইশতেহার পাঠানোর বিধানও গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত