ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালের আইনে হবে

২০২৫ নভেম্বর ০৯ ১৯:৫৮:৪৭

সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালের আইনে হবে

নিজস্ব প্রতিবেদক :দেশের আইনের প্রতি সেনাবাহিনী সর্বোচ্চ সমর্থন প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রোববার (৯ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ছয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনা আইন বা অন্য কোনো আইনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের সুযোগ নেই; বিচার সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী হবে।

সেনা আইন বিষয়ে তিনি আরও জানান, চিফ প্রসিকিউটর স্যারও বিষয়টি স্পষ্ট করেছেন। এছাড়া সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলন থেকে প্রতীয়মান হয় যে, দেশের আইন ও আদালতের প্রতি সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন রয়েছে। এর প্রমাণ হিসেবে নির্ধারিত তারিখে তারা নিজেদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করেছেন। আইন প্রয়োগে সহযোগিতার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আইনি ব্যাখ্যা দিয়ে গাজী এমএইচ তামিম বলেন, ট্রাইব্যুনাল ও সেনা দুই আইনই দেশের বিশেষ আইন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত এবং এটি বাংলাদেশের সব আইনের ওপর প্রাধান্য রাখে। সংবিধানের সঙ্গে সংঘর্ষ হলেও ট্রাইব্যুনাল আইন প্রাধান্য পাবে। তাই সেনা আইন বা অন্য কোনো আইন অনুযায়ী বিচার করা সম্ভব নয়, বিচার হবে শুধুমাত্র ট্রাইব্যুনালের আইন অনুযায়ী।প্রসঙ্গত, ২২ অক্টোবর তিনটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া গুমের দুই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর, আর রামপুরায় ২৮ হত্যা মামলার শুনানি নির্ধারিত হয়েছে ২৪ নভেম্বর।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত