ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা শুরু করেছেন। ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এই ধারাবাহিকতায়, আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তপু রায়হান বলেন, “আমাদের দরকার দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক অ্যাজেন্ডামুক্ত সত্যিকারের জনকল্যাণমুখী এবং সৃজনশীল সরকার ও প্রশাসন। আমার বাবা জহির রায়হান রাজনৈতিক সচেতন ছিলেন, কিন্তু কোনো দলের সক্রিয় সদস্য ছিলেন না। বাবার মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে ধারণ করে, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না হলেও মানবকল্যাণমুখী রাজনীতি সম্ভব বলে আমি বিশ্বাস করি।”
তপু নিশ্চিত করেছেন, তিনি আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে লড়বেন। ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত এই আসনের বিভিন্ন সমস্যা ইতোমধ্যেই তিনি চিহ্নিত করেছেন। এই সমস্যা সমাধানের জন্য তিনি নির্বাচনি ইশতেহার প্রস্তুত করছেন।
তিনি বলেন, “আমি এলাকাভিত্তিক ইশতেহার তৈরি করেছি। কড়াইল বস্তি সহ নির্দিষ্ট এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর মডেল তৈরি করার চেষ্টা করছি। এই মাসেই ইশতেহার প্রকাশ করা হবে। এরপর এটি অন্য প্রার্থীর কাছে পাঠিয়ে তাদের সহযোগিতা চাইব।”
নির্বাচনে জয়ী না হলেও এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাবেন তপু। তিনি বলেন, “আমি জয়ী হই বা না হই, ঢাকা-১৭ এর এমপির সঙ্গে মিলিতভাবে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধান নিয়ে কাজ করব। সরকারের সঙ্গে সমন্বয়ে নীতি তৈরি, বাজেট প্রণয়ন এবং কার্যক্রম শুরু করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টামণ্ডলী গঠন করার চেষ্টা করছি।”
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। বিএনপির জোট শরিক হিসেবে আন্দালীভ রহমান পার্থ এই আসন থেকে লড়বেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল