ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

রাজধানীতে নিষিদ্ধ আ’লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ নভেম্বর ০৯ ১৩:৪১:৩২

রাজধানীতে নিষিদ্ধ আ’লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে দলটির নেতাকর্মীরা ঢাকায় অবস্থান নিয়েছিল। খবর পাওয়ার পর ডিবি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, আগামী ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হচ্ছিলেন— এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা বাহিনী অভিযানে নামে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত