ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

নাটোর-১ আসন

মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে নাটোরে সড়ক অবরোধ ও বিক্ষোভ

২০২৫ নভেম্বর ০৯ ০০:১০:২০

মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে নাটোরে সড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। এই আসনে বিএনপি কর্তৃক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে রাজনের সমর্থকরা ৮ নভেম্বর, শনিবার, বাঘা-লালপুর-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজন সমর্থকরা লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের করেন, যা মুহূর্তেই বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিল থেকে নেতাকর্মীরা পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বরে পৌঁছালে রাজনের সমর্থকরা বাঘা-লালপুর-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা ধরে পুতুলের প্রার্থিতা বাতিলের দাবিতে স্লোগান দেন। এ সময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করে তারা মহাসড়ক ছেড়ে দেন।

বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন।

বক্তারা বলেন, নাটোর-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে ডা. ইয়াসির আরশাদ রাজনকেই মনোনয়ন দিতে হবে, কারণ মাঠে রাজনের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত। তারা অভিযোগ করেন, ফারজানা শারমিন পুতুলকে তৃণমূলের মতামতের বিরুদ্ধে মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন যে, পুতুল মনোনয়ন পাওয়ার পর ছাত্রদলের এক কর্মীকে মারধর ও রক্তাক্ত করা হয়েছে। তারা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এই আসনে রাজনকে প্রার্থী করার দাবি জানান।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করলে তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত