ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

পেঁয়াজের দাম বেড়ে ১২০ টাকা, কমছে চালের দাম

২০২৫ নভেম্বর ০৭ ১১:১৫:৪৬

পেঁয়াজের দাম বেড়ে ১২০ টাকা, কমছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে, যা ক্রেতাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। অন্যদিকে, আমন ধানের নতুন চাল বাজারে আসার প্রভাবে চালের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, যেখানে কেজিপ্রতি ২-৩ টাকা কমেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর রামপুরা, মালিবাগ ও তালতলা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৮.৫২ শতাংশ বেড়েছে। গত সোমবার থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করলেও, কিছু পাইকারি বিক্রেতা জানিয়েছেন যে বৃহস্পতিবার থেকে দাম কিছুটা কমতে শুরু করেছে, কারণ এ মাসেই নতুন পেঁয়াজ বাজারে আসছে। হুট করে দাম বাড়ার কারণে সরকার বাজারে মনিটরিং বাড়িয়েছে। খিলগাঁও তালতলা বাজারের বিক্রেতা মনির হোসেন বলেন, চলতি মাসে নতুন পেঁয়াজের একটি বড় চালান বাজারে আসতে শুরু করবে, যা দাম কমাতে ভূমিকা রাখবে। বর্তমানে দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ৭০-৮০ টাকা ছিল।

অন্যদিকে, আমনের ভরা মৌসুম শুরু হতে আর ১০-১৫ দিন বাকি থাকায় এবং কিছু চাল আমদানি হওয়ায় বাজারে চালের দামে স্বস্তির আভাস মিলছে। জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে, যা দুই সপ্তাহের ব্যবধানে মোট ২-৩ টাকা কমেছে। ভালো মানের সরু চাল (শম্পা কাটারি, নাজিরশাইল) ৭৮-৮০ টাকা কেজি এবং জিরাশাইল, জিরা নাজির, মিনিকেট ৭০-৭৬ টাকায় বিক্রি হচ্ছে। মোটা ব্রি২৮ চালের দাম ৫৮-৬০ টাকায় স্থির থাকলেও, পাইজাম, গুটি স্বর্ণা ও কিছু মোটা জাতের চাল ৫০-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির তথ্যমতে, গত এক সপ্তাহে মাঝারি ও মোটা চালের দাম ১-২ টাকা কমেছে।

অন্যান্য নিত্যপণ্যের মধ্যে, ফার্মের মুরগির ডিম ১৪০ টাকা ডজন এবং ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে। তেল, চিনিসহ অন্যান্য মুদি পণ্যের দামেও তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত