ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
সংবিধানে গণভোটের বিধান নেই, একমাত্র পথ সংসদ: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংবিধান সংশোধন বা পরিবর্তনের একমাত্র আইনি প্রক্রিয়া হলো সংসদ। সংসদে প্রস্তাব পাস না করে সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার এই সংবিধান মেনেই শপথ নিয়েছে, তাই যেকোনো সমাধান সংবিধানের কাঠামোর মধ্যেই খুঁজতে হবে, এর বাইরে নয়। তিনি গণভোটের প্রস্তাবকে সাংবিধানিকভাবে ভুল আখ্যা দিয়ে বলেন, এটি শুধুমাত্র জটিলতা বাড়িয়েছে। জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংশোধনের প্রশ্নই আসে না।
তিনি আরও প্রশ্ন তোলেন, এখন কেন এত তড়িঘড়ি করে গণভোটের কথা তোলা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য কী? আইন ভঙ্গ করে, সংবিধানের বাইরে গিয়ে, গণতন্ত্রকে পাশ কাটিয়ে এ ধরনের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। যারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারাই এখন ঐকমত্য কমিশনের কাছে নতুন দাবি তুলছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা গণতন্ত্র ও সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ঢাকায় বসে যারা নিজেদের পছন্দমতো বাংলাদেশ বানাতে চান, তাদের শাসন শেখ হাসিনার শাসনের চেয়ে আলাদা কিছু নয়।
আমীর খসরু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি দুই বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল এবং নির্বাচিত হলে তা বাস্তবায়ন করবে। তিনি ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য রাজনৈতিক ঐক্য সৃষ্টি বলে উল্লেখ করেন, কোনো গোষ্ঠীর মতামত চাপিয়ে দেওয়া নয়। তিনি বলেন, ঐকমত্য না থাকলেও নতুন প্রস্তাব আনা জনগণের সঙ্গে প্রতারণা।
আলোচনা সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি