ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
নবদম্পতির প্রথম রাতে করণীয় আমল ও দোয়া
ডুয়া ডেস্ক: বিবাহ হলো ইসলামে একটি পবিত্র বন্ধন, যা একজন নারী ও পুরুষের মধ্যে বৈধ সম্পর্ক স্থাপন করে। এটি শুধু পারিবারিক ও সামাজিক বন্ধন নয়, বরং আত্মিক প্রশান্তি ও পারস্পরিক ভালোবাসার সূচনা ঘটায়। বিয়ের প্রথম রাত বা বাসররাতে স্বামী-স্ত্রীর প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার মাধ্যমে শুরু হয় তাদের নতুন জীবনের অধ্যায়। এই রাতে একসঙ্গে নামাজ আদায় করা নবদম্পতির জন্য বরকতময় সূচনা হিসেবে বিবেচিত হয়।
যদিও বিয়ের রাতে একসঙ্গে দু’রাকাত নফল নামাজ পড়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সহীহ হাদিস নেই, তবে সাহাবিদের আমল থেকে এর প্রচলন পাওয়া যায়। অনেক ইসলামি আলেম এটিকে মুস্তাহাব (উত্তম কাজ) হিসেবে উল্লেখ করেছেন। এই নামাজ নবদম্পতির জন্য আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভের মাধ্যম এবং বৈবাহিক জীবনের সূচনাতেই আল্লাহর আনুগত্যে একত্রিত হওয়ার প্রতীক।
হযরত আবদুল্লাহ (রা.)-এর বর্ণনায় পাওয়া যায় নবদম্পতিকে পরামর্শ দেওয়া হয় যে, প্রথম রাতে তারা যেন একসঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করে। নামাজ শেষে পরস্পরের জন্য দোয়া করে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে। (তাবারানি ৮৯৯৩; মুসান্নাফ আবদুর রাজ্জাক ১০৪৬১)
অন্য এক বর্ণনায় হযরত আবু সাঈদ মাওলা বানী উসায়িদ (রা.) বলেন সাহাবিরা নবদম্পতিকে শিক্ষা দিতেন, “যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে, তখন প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়ো, স্ত্রী যেন তোমার পেছনে নামাজ পড়ে। এরপর তার মাথার চুল ধরে আল্লাহর কাছে মঙ্গল চাও এবং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো।” (মুসান্নাফ আবদুর রাজ্জাক ১০৪৬২)
বাসররাতের নামাজ সম্পর্কে নির্দেশনা
- এটি আবশ্যক নয়, বরং মুস্তাহাব বা উত্তম আমল।
- স্বামী এতে ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে নামাজ আদায় করবেন।
- এর মাধ্যমে নবদম্পতি তাদের বৈবাহিক জীবন আল্লাহর আনুগত্যে শুরু করেন।
নামাজ পড়ার উদ্দেশ্য
এই নামাজের মূল লক্ষ্য হলো বরকত লাভ, মানসিক প্রশান্তি অর্জন এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এটি নবদম্পতির মাঝে পারস্পরিক ভালোবাসা ও আস্থা দৃঢ় করে।
প্রথম সাক্ষাতে দোয়া ও আমল
বিয়ের পর প্রথম সাক্ষাতে নবদম্পতির জন্য উত্তম আমল হলো পরস্পরের জন্য দোয়া করা। হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত দোয়াটি হলো-
দোয়া:“আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফিইয়্যা, আল্লাহুম্মাঝ্মা বাইনানা মা জামা’তা বিখাইরিন ওয়া ফাররিক বাইনানা ইজা ফাররাক্বতা ইলা খাইরিন।”
অর্থ: হে আল্লাহ! আমার জন্য আমার পরিবারে বরকত দান কর, তাদেরও আমার জন্য বরকত দান কর। হে আল্লাহ! কল্যাণে আমাদের একত্র কর এবং কল্যাণেই পৃথক কর।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, স্বামী যেন স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করে-
“আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরিমা ঝাবালতাহা আলাইহি; ওয়া আউজুবিকা মিন সাররিহা ওয়া সাররিমা ঝাবালতাহা আলাইহি।”
অর্থ: হে আল্লাহ! আমি তার কল্যাণ ও যে কল্যাণের ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন, তা প্রার্থনা করছি এবং তার অমঙ্গল থেকে আশ্রয় চাইছি।
প্রথম সাক্ষাতে করণীয় বিষয়
পরস্পরের জন্য দোয়া করা
মিষ্টি বা দুধ দিয়ে আপ্যায়ন
আন্তরিক ও মধুর কথোপকথন
পরিচিতি ও মানসিক স্বস্তির পরিবেশ তৈরি করা
সুতরাং, বাসররাতে নামাজ পড়া বাধ্যতামূলক নয়, তবে এটি একটি সুন্দর ও বরকতময় আমল, যা নবদম্পতির নতুন জীবনে শান্তি, কল্যাণ ও আল্লাহর রহমত ডেকে আনে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার