ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

হাইকোর্ট রুলে সাংবাদিক মঞ্জুরুল পান্নার মুক্তি

২০২৫ নভেম্বর ০৬ ১৩:৫৩:৩৫

হাইকোর্ট রুলে সাংবাদিক মঞ্জুরুল পান্নার মুক্তি

নিজস্ব প্রতিবেদক :সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আদালত বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

শুনানিতে মঞ্জুরুল আলমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার ও আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। শুনানির পরে আইনজীবী রমজান আলী শিকদার জানান, হাইকোর্টের এই জামিনের কারণে আপাতত মঞ্জুরুল আলমের কারামুক্তিতে কোনো বাধা নেই।

এর আগে, গত ২৮ আগস্ট মঞ্চ-৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাকে গ্রেফতার করা হয়েছিল।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত