ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

আরও এক ইসরায়েলি বন্দির মর’দেহ হস্তান্তর করেছে হামাস

২০২৫ নভেম্বর ০৬ ০৯:৫৭:৪৪

আরও এক ইসরায়েলি বন্দির মর’দেহ হস্তান্তর করেছে হামাস

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে হস্তান্তর করেছে। ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে মরদেহটি রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং ২২ জনের মরদেহ ফেরত দিয়েছে, যেখানে বেশিরভাগ নিহত ইসরায়েলি নাগরিক। এই তথ্য বৃহস্পতিবার (৬ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদনে জানিয়েছে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড বুধবার এক বিবৃতিতে জানায়, গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং পরে তা হস্তান্তর করা হয়।

তবে ইসরায়েল দাবি করেছে, এর আগে পাওয়া মরদেহগুলোর মধ্যে একটি নিখোঁজ বন্দির সঙ্গে মেলেনি। ইসরায়েল আরও জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা সকল বন্দির মরদেহ ফেরতের ওপর নির্ভর করছে।

হামাস জানিয়েছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহ শনাক্ত ও উদ্ধার প্রক্রিয়ায় সময় লাগছে। চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি, প্রত্যেক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরতের পরিবর্তে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে।

গাজার কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনি মরদেহের বেশিরভাগ বিকৃত বা নির্যাতনের চিহ্নযুক্ত।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় ৬৮ হাজার ৮৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ এরও বেশি মানুষ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত