ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ঢাকায় শুষ্ক আকাশ, উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

২০২৫ নভেম্বর ০৫ ০৮:৪৫:৩৩

ঢাকায় শুষ্ক আকাশ, উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকায় বুধবার সকালে আকাশে হালকা মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই তাপমাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও বাতাসের দিক উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হওয়ায় গরমের মাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে। সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।

এদিকে, আসন্ন ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ৪ নভেম্বর রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়া হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু স্থানে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। এসব এলাকায় পাহাড়ধস, আকস্মিক বন্যা বা জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত