ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম-৪ আসন 

মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভে উত্তাল সীতাকুণ্ড

২০২৫ নভেম্বর ০৩ ২২:৪৪:৩৪

মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভে উত্তাল সীতাকুণ্ড

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তাঁর বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় এই অবরোধ শুরু হয়।

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর এই উত্তেজনা সৃষ্টি হয়। চট্টগ্রাম-৪ আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই আসলাম চৌধুরীর কর্মী-সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

বিক্ষোভকারীরা 'দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই', 'আসলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' ইত্যাদি স্লোগান দেন। তাদের দাবি, আসলাম চৌধুরী দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং কারাবরণও করেছেন, অথচ এখন সুসময়ে তাকে বঞ্চিত করা হয়েছে। তারা দলের এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালীন জানান, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আবেগে ৩০টিরও বেশি স্থানে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা নিশ্চিত করেছেন যে, ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক, ফৌজদারহাট, জলিল গেইট, ভাটিয়ারী, মাদামবিবিরহাট, কদমরসুল এলাকাসহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করা হয়েছে। এর ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চালাচ্ছে।

ঘোষিত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, দলের নীতিনির্ধারণী ফোরাম তাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে এবং তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন করতে চান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত