ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

কেন বিপিএলে থাকছে না গত আসরের রানার্সআপ চিটাগং কিংস?

২০২৫ নভেম্বর ০২ ২৩:৩৫:২০

কেন বিপিএলে থাকছে না গত আসরের রানার্সআপ চিটাগং কিংস?

স্পোর্টস ডেস্ক: আসন্ন ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং আগামী পাঁচ মৌসুমে আর দেখা যাবে না গত বিপিএলের রানার্সআপ দল চিটাগং কিংসকে। ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে পাওনা পরিশোধ না করা এবং গভর্নিং কাউন্সিলের শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই (এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট) অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে। এর মধ্যে চিটাগং কিংস (এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ) সহ বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি।

বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান নিশ্চিত করেছেন যে, চিটাগং কিংসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তিনি বলেন, "তাদের (চিটাগং কিংস) বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। উনি যে অর্ডার নিয়েছেন কোর্ট থেকে, আমরা কিন্তু ওইটা গ্রহণ করিনি। আমরা কিন্তু আপিল করেছিলাম এবং আপিল করে আমরা সেটার উপর স্থগিতাদেশ পেয়েছি। তার কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনটাই আমরা বাদ রাখছি না। আমরা কঠিন আইনি ব্যবস্থা নিচ্ছি।"

ইফতেখার রহমান মিঠু আরও জানান, চিটাগং কিংসের কাছে ক্রিকেটার, কোচিং স্টাফ ও অন্যান্য সদস্যদের বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। হেড কোচ শন টেইট তাদের কাছে প্রায় ৩৭ হাজার মার্কিন ডলার পান। এছাড়াও মেন্টর শহীদ আফ্রিদি, উপস্থাপিকা ইয়াশা সাগরসহ অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফ টাকা পাননি। ঢাকার শেরাটন হোটেলের ২৯ লাখ ও সিলেটের রোজ ভিউ হোটেলের ১৭ লাখ টাকাও বকেয়া আছে। মিঠু বলেন, "আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে—শন টেইট তাদের কাছে প্রায় ৩৭ হাজার ডলার পায়, রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় ১৭ লাখ টাকা ক্লেইম করেছে, শেরাটন হোটেল ২৯ লাখ টাকা পায়। আপনারাও জানেন অনেক ক্রিকেটার কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বলছে তারা টাকা পায়নি। এর আগে শহীদ আফ্রিদিও ক্লেইম করেছিল, ইয়াশা সাগরও অভিযোগ করেছিল। সাথে আমাদের আগের আসরেও বিবাদ আছে, আর্বিটেশনে চলছে। এটা চিটাগং কিংসের পরিস্থিতি।"

এদিকে, চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার দৌড়ে আছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ