ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

এইচএসসি পাসে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিচ্ছে সরকার

২০২৫ নভেম্বর ০২ ১৩:৩২:৩৭

এইচএসসি পাসে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিচ্ছে সরকার

ডুয়া চাকরি ডেস্ক :স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ৬টি পদে ১৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।

শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) এসব পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর ২০২৫ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং ১৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত তা চলবে। আবেদন করতে হবে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে।

চাকরিটি রাজস্ব খাতভুক্ত হওয়ায় নিয়োগপ্রাপ্তরা সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও সুবিধা পাবেন। তবে বিস্তারিত পদ অনুযায়ী নিয়োগসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার অনুরোধ করা হয়েছে।সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠান: চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়

চাকরির ধরন: রাজস্ব খাতভুক্ত

পদ সংখ্যা: ৬টি

মোট জনবল: ১৭১ জন

প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫

আবেদন শেষ: ১৯ নভেম্বর ২০২৫

আবেদন লিংক:https://cs.chittagong.gov.bd

চাকরিপ্রার্থীদের সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত