ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

২০২৫ অক্টোবর ৩০ ১৮:৫১:১৮

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে, ৩০ ডিসেম্বরের মধ্যে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে।

বোর্ড আরও জানিয়েছে যে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচিসহ একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের ফরম পূরণের বিস্তারিত তথ্য জানতে বোর্ডের ওয়েবসাইটের দিকে নজর রাখতে বলা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত